Powered By Blogger

Thursday, 5 April 2018

১৪ ই মার্চ বিশ্ব পাই( π ) দিবস। পাই একটি অমূলদ সংখ্যা। পাইয়ের মান হলো 3.14159265358979323846264338327950288419716939937510582097494459230781640628620899862803482534211706798214808651328230664709384460955058223172535940812848111745028410270193852110555964462294895493038196442881097566593344612847564823378678316527120190914564856692346034861045432664...
এটি একটি অসীম সংখ্যা।
আমরা সারাজীবন ধরে যদি পাইয়ের মান বলতে থাকি তারপরেও এটি বলে শেষ করা যাবেনা। এটি বলার জন্য নির্দিষ্ট কোন প্যাটার্নও পাওয়া যাবেনা। যেমন ১ কে ১১ দ্বারা ভাগ করলে ০.০৯০৯০৯০৯০ এরকম কোন প্যাটার্নও পাওয়া যায়না।কারণ এটি একটি অমূলদ সংখ্যা।
.
পাই আবিষ্কারের পর থেকে মানুষের জীবনযাত্রার অনেক উন্নতি হয়েছে। চাকা তৈরী করা সম্ভব হয়েছে। আজ বেশীরভাগ যানবাহনেই চাকা ব্যবহৃত হয়।
.
পাই নিয়ে আজও মানুষ গবেষণা করে। পাই একটি বিস্ময়। যা যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করে আসছে।
.
ওহ্ আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম তা হলো- ১৮৭৯ সালের এইদিনে(১৪ ই মার্চ) আপেক্ষিকতার জনক বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন। এবং ২০১৮ সালের এই দিনে বর্তমান যুগের বিজ্ঞানী স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন।
১৪ ই মার্চের সাথে যেমন পাইয়ের সম্পর্ক আছে তেমনি ১৪ ই মার্চের সাথে বিজ্ঞানীদেরও সম্পর্ক রয়েছে।

No comments:

Post a Comment

ভুটান ভ্রমণ

ভুটান  বাংলাদেশের প্রতিবেশী দেশ। যাকে ভুস্বর্গ বলা হয়।  বাংলাদেশী নাগরিকের জন্য অন এরাইভাল ভিসা সিস্টেম চালু আছে।   ভুটান ভ্রমণের সবচেয়ে ...