১৪ ই মার্চ বিশ্ব পাই( π ) দিবস। পাই একটি অমূলদ সংখ্যা। পাইয়ের মান হলো 3.1415926535897 932384626433832 795028841971693 993751058209749 445923078164062 862089986280348 253421170679821 480865132823066 470938446095505 822317253594081 284811174502841 027019385211055 596446229489549 303819644288109 756659334461284 756482337867831 652712019091456 485669234603486 1045432664...
এটি একটি অসীম সংখ্যা।
আমরা সারাজীবন ধরে যদি পাইয়ের মান বলতে থাকি তারপরেও এটি বলে শেষ করা যাবেনা। এটি বলার জন্য নির্দিষ্ট কোন প্যাটার্নও পাওয়া যাবেনা। যেমন ১ কে ১১ দ্বারা ভাগ করলে ০.০৯০৯০৯০৯০ এরকম কোন প্যাটার্নও পাওয়া যায়না।কারণ এটি একটি অমূলদ সংখ্যা।
.
পাই আবিষ্কারের পর থেকে মানুষের জীবনযাত্রার অনেক উন্নতি হয়েছে। চাকা তৈরী করা সম্ভব হয়েছে। আজ বেশীরভাগ যানবাহনেই চাকা ব্যবহৃত হয়।
.
পাই নিয়ে আজও মানুষ গবেষণা করে। পাই একটি বিস্ময়। যা যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করে আসছে।
.
ওহ্ আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম তা হলো- ১৮৭৯ সালের এইদিনে(১৪ ই মার্চ) আপেক্ষিকতার জনক বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন। এবং ২০১৮ সালের এই দিনে বর্তমান যুগের বিজ্ঞানী স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন।
১৪ ই মার্চের সাথে যেমন পাইয়ের সম্পর্ক আছে তেমনি ১৪ ই মার্চের সাথে বিজ্ঞানীদেরও সম্পর্ক রয়েছে।
এটি একটি অসীম সংখ্যা।
আমরা সারাজীবন ধরে যদি পাইয়ের মান বলতে থাকি তারপরেও এটি বলে শেষ করা যাবেনা। এটি বলার জন্য নির্দিষ্ট কোন প্যাটার্নও পাওয়া যাবেনা। যেমন ১ কে ১১ দ্বারা ভাগ করলে ০.০৯০৯০৯০৯০ এরকম কোন প্যাটার্নও পাওয়া যায়না।কারণ এটি একটি অমূলদ সংখ্যা।
.
পাই আবিষ্কারের পর থেকে মানুষের জীবনযাত্রার অনেক উন্নতি হয়েছে। চাকা তৈরী করা সম্ভব হয়েছে। আজ বেশীরভাগ যানবাহনেই চাকা ব্যবহৃত হয়।
.
পাই নিয়ে আজও মানুষ গবেষণা করে। পাই একটি বিস্ময়। যা যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করে আসছে।
.
ওহ্ আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম তা হলো- ১৮৭৯ সালের এইদিনে(১৪ ই মার্চ) আপেক্ষিকতার জনক বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন। এবং ২০১৮ সালের এই দিনে বর্তমান যুগের বিজ্ঞানী স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন।
১৪ ই মার্চের সাথে যেমন পাইয়ের সম্পর্ক আছে তেমনি ১৪ ই মার্চের সাথে বিজ্ঞানীদেরও সম্পর্ক রয়েছে।
No comments:
Post a Comment