আলেকজান্ডার বিক্রি করে দাঁতের মাজন
কবি: রুদ্রেন্দু সরকার।
থাক সমস্ত আকাশ নীল হয়ে।
রামধনুর বর্ণচ্ছটা তোমাদের জন্য তোলা থাক।
চিন্তায় স্বপ্ন কল্পনায়,
আমার ভাতের হাঁড়ি বিষ হয়ে গেছে।
আর তুমি রঙমশালের আলোয়,
আমার চোখ ধাধিয়োনা।
কত ঘাস আনন্দের অতিশয্যে নুয়ে পড়ে আছে।
কতদিন হলো বেদুইন,
তোমার ঘোড়ার খুরের শব্দ শুনতে পাইনা।
জানিনা কোথা দাঁড়িয়ে আছে পথের বাঁকে,
নুব্জ্য হয়ে পয়সা চাইছে প্রতি জনে জনে।
হে রাজকন্যা!
তুমি রাজার মেয়ে, হাই তুলছ কেন ?
ফিরিঙ্গি মেয়ের মতো তোমার নরম বুক উচু হয়ে থাক।
হিঞ্চে শাকের পৃথিবীকে
একবার প্রাণভরে দেখে নাও।
কান পেতে শোনো
এখানে দাঁড়কাক প্রতিদিন ডাকে
মেরিয়া থেরিয়াসা কিংবা ক্যাথরিন
ওদের কথা তুমি জানো?
তুমি তো জানোনা,
এখানে সূর্য প্রত্যহ ওঠে,
ফ্রেডারিক কোন এক কারখানার কুলি,
নেপোলিয়ন ট্রাক চালায় খুব জোরে,
আর আলেকজান্ডার,
আলেকজান্ডার বিক্রি করে
দাঁতের মাজন, ট্রেনের প্রতিটি কামরায়।
তুমিতো রাজার মেয়ে হাই তুলছো কেন?
ReplyDeleteহিঞ্চে শাকের মতো তোমার নরম বুক উঁচু হয়ে থাক।
বেদুঈন কতদিন তোমার ঘোড়ার খুরের শব্দ পাইনা,
এরকম কয়েকটি লাইন ছিলো, ঠিক মনে করতে পারছিনা,
শান্তনু দাশ আর রুদ্রেন্দু সরকার সম্পাদিত স্বনির্বাচিত তে পড়েছিলাম। বইটির হদিস পাচ্ছিনা।
Thank you vai...
ReplyDelete